প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০
সংলাপ কুমিল্লার আমন্ত্রণে ৩ দিনব্যাপী বৃহত্তর কুমিল্লা নাট্যোৎসবের উদ্বোধনী দিনে গত ২০ মার্চ রোববার কুমিল্লা টাউন হলে সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী মঞ্চায়ন করেছে নিজস্ব নাটক ‘খোয়াব খোয়া’। নাটকটি রচনা করেছেন অরুণ সরকার ও নির্দেশনায় দেবব্রত সরকার বিজয়।
বর্ণচোরা নাট্যগোষ্ঠী চাঁদপুর থেকে কুমিল্লা টাউন হলে পৌঁছলে সংলাপ কুমিল্লার পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীসহ সকল নাট্য শিল্পীকে ফুল দিয়ে বরণ করা হয়।
নাটক শুরুর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ শওকত ওসমান। সংলাপের প্রতিষ্ঠাতা উৎসবের আয়োজক বরেণ্য নাট্য ব্যক্তিত্ব শাহাজাহান চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় পরিষদের সদস্য (ঢাকা মহানগর) এইচ আর অনিক, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চৌধুরী, বিশিষ্ট নাট্যজন শফিকুর রহমান প্রমুখ। কুমিল্লার আয়োজক সংগঠনের পক্ষ থেকে সকল অতিথিকে উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। এছাড়াও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে নাট্যগুরু শাহাজাহান চৌধুরীকে উত্তরীয় পরিয়ে দেন শরীফ চৌধুরী। অতিথিদের কোট পিন ও স্মরণিকা তুলে দেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সদস্য নাট্যকার অরুণ সরকার ও নির্দেশক দেবব্রত সরকার বিজয়।
সবশেষে উৎসবের উদ্বোধনী নাটক হিসেবে বর্ণচোরা নাট্যগোষ্ঠী ৫২তম প্রযোজনা হিসেবে পরিবেশন করে নিজস্ব নাটক ‘খোয়াব খোয়া’। উপস্থিত অতিথিসহ নাট্যামোদী দর্শকরা নাটকটি উপভোগ করেন।