শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মার্চ ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলাকে হারিয়ে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন
গোলাম মোস্তফা ॥

বসুন্ধরা কিংস ফ্যানস চাঁদপুর জোন কিশোর একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টে-২০২২ ফরিদগঞ্জ উপজেলা কিশোর ফুটবল একাডেমীকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

গত ২৩ মার্চ বিকেলে শাহরাস্তি উপজেলা মাঠে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ খেলায় একমাত্র গোল করেন মোঃ আমিন সরদার। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কিশোর ফুটবল একাডেমীর আমান উল্লাহ জিসান। উক্ত খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন- সৈকত, জিসান, ইয়াছিন, আমিন, হাফিজ, অন্তর, ফরাজী, রাকিব, সিয়াম, রনি, প্রান্ত ও প্রিতম।

খেলায় কোচের দায়িত্বে ছিলেন মোঃ ইউছুফ বকাউল। খেলায় সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন হানিফ বকাউল। পুরো খেলার সার্বিক তত্ত্বাবাধানে ছিলেন টিম ম্যানেজার ওয়াহিদুর রহমান। এদিকে উক্ত টুর্নামেন্টে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হওয়ায় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন ক্লাবের সভাপতি আবু নাছের বাচ্চু পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়