প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর শহরে সম্পত্তিগত বিরোধের ঘটনায় ফয়সাল আহমেদ নামের এক যুবককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ২২ মার্চ মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী মঠখোলা এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে আহত ফয়সাল বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার এ অভিযোগের শিকার হয়েছেন মাঠখোলা এলাকার তাহের পাটওয়ারীর পুত্র শিপন পাটওয়ারী, তাফাজ্জল হোসেন প্রধানীয়ার পুত্র কবির প্রধানীয়া ও বাদশা প্রধানীয়ার পুত্র রনি প্রধানীয়া।
অভিযোগের ভিত্তিতে ফয়সাল আহমেদ জানান, আনুমানিক ২৫ বছর আগে মজিদ খান গং-এর কাছে আমার বাবা মৃত মেহের আলী তালুকদার ২৯ শতক জায়গা বিক্রি করেন। কিন্তু মামলা-মোকাদ্দমার কারণে বাবা জীবিত থাকাবস্থায় জায়গাটি বুঝিয়া দিতে পারেন নি। কিন্তু আমাদের অগোচরে তারা মনমতো মাপ দিয়ে বাউন্ডারী দিয়ে জায়গা বুঝে নেয়। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জায়গার সমস্যা সমাধানের বিষয়ে বসবে বলে টালবাহানা শুরু করে। এদিকে মজিদ খানের ছেলে বাবু খান আমাদের অগোচরে এই জায়গাটি দ্বিতীয় জনের কাছে বিক্রি করেন। এরপর আবার শিপন পাটওয়ারী, কবির প্রধানীয়া, রনি প্রধানীয়ার কু-পরামর্শে টাকার লোভে দ্বিতীয় ব্যক্তি আবার তৃতীয় ব্যক্তির কাছে জায়গার কিছু অংশ বিক্রি করেন। গত ২১ মার্চ তারা তৃতীয় ব্যক্তির কাছে বিক্রিত জায়গা চিহ্নিত করার জন্য বাউন্ডারী দেয়াল দিতে আসলে আমরা তাদেরকে এই জায়গা নিয়ে মামলা আছে বলে জানাই। পরদিন ২২ মার্চ তারা পুনরায় দেয়াল নির্মাণের জন্যে আসলে তাদের একই কথা বলি। এরপর তারা ফোন করে অভিযুক্ত শিপন পাটওয়ারী, কবির প্রধানীয়া, রনি প্রধানীয়াকে ঘটনাস্থলে নিয়ে আসে। তারা এসেই আমাকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে।
ফয়সাল আহমেদ আরো জানান, এ সময় প্রতিবেশী শরীফ, সামছল ও আমার মামা আউয়াল মজুমদার তাদের হাত থেকে আমাকে উদ্ধার করেন। বর্তমানে আমি খুবই আতঙ্কের মধ্যে আছি। তারা আমাকে যে কোনো মুহূর্তে প্রাণনাশের হামলা করবে বলে হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করেছি।
অপর দিকে থানায় অভিযোগ করে বাড়িতে যাওয়ার পথে ফয়সাল আহমেদের উপর দ্বিতীয় দফায় হামলা করার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। এ সময় তার আত্মীয় শাওন তাকে উদ্ধার করলে অভিযুক্তরা তার ওপর চড়াও হয়। পরবর্তীতে ওই রাতেই অভিযুক্ত শিপন পাটওয়ারী শাওনকে মারধর করে। এছাড়া শাওনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছে বলেও অভিযোগ করেন।