প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০
কচুয়ায় ৮ কেজি গাঁজাসহ মাহমুদুল হাসান শাকিল (২১) নামেক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার কচুয়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনি সংলগ্ন সিএনজিতে তল্লাশি চালিয়ে মাহমুদুল হাসান শাকিলকে গাঁজাসহ গ্রেফতার করে। সে নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলার খোয়াজপুর গ্রামের মোহাম্মদ উল্যার পুত্র।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দীন জানান, গ্রেফতারকৃত মাহমুদুল হাসান শাকিলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুরের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।