প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ সকালে চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী বাড়ি জামে মসজিদে দারুল আজিজ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্ররা এ কোরআন খতম সম্পন্ন করেন।
এতে দোয়া মোনাজাত করেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম। মোনাজাতে অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান, ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, সুপারভাইজার মোহাম্মদ সালাউদ্দিন ও মোঃ আব্দুল হালিম এবং জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।