প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার কৃতী সন্তান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও কারানির্যাতিত নেতা আব্দুস সাত্তার পাটোয়ারীকে জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
২২ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। আব্দুস সাত্তার পাটোয়ারী মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর পাটওয়ারীর ছোট ভাই।