শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০০:০০

আজ থেকে শুরু হচ্ছে ভলিবল লীগ ও টেবিল টেনিস টুর্নামেন্ট
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ থেকে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হচ্ছে ভলিবল লীগ ও টেবিল টেনিস টুর্নামেন্ট-২০২২। বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে শুরু হবে ভলিবল লীগ। আর সন্ধ্যায় চাঁদপুর ক্লাব মিলনায়তনের গ্রাউন্ডে হবে টেবিল টেনিসের খেলা। দুটো খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও সহ-সভাপতি পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্য অতিথিবৃন্দ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু জানান, ৩টি দল নিয়ে স্টেডিয়ামে শুরু হবে ভলিবল লীগ। আর জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত ৫টি ক্লাব নিয়ে টেনিস টুর্নামেন্ট শুরু হবে। ভলিবলে অংশ নেয়া দলগুলো লীগ পদ্ধতিতে প্রত্যেকটি দলের সাথে খেলবে। দলগুলো হলো : বীর প্রতীক মমিন উল্লাহ পাটওয়ারী একাডেমী, চাঁদপুর ভলিবল একাডেমী ও এলআরবি বাবুরহাট। টেবিল টেনিসে অংশ নেয়া দলগুলো হলো : উদয়ন ক্লাব, পূর্ব শ্রীরমাদী ক্লাব, তালতলা ক্লাব, মোহামেডান স্পোার্টিং ক্লাব ও প্রফেসরপাড়া ক্রীড়া চক্র।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও এ দুটি টুর্নামেন্টের খেলাগুলো হবে। ভলিবল খেলার সার্বিক সহযোগিতায় রয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়