শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০০:০০

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছাত্রদের মারামারি ॥ আহত একজনকে ঢাকায় প্রেরণ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীর পাড়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছাত্রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্যে রেফার করা হয়। রোববার দুপুরে আল-আমিন স্কুল এন্ড কলেজ ছাত্রদের দুই গ্রুপের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম সাইয়েদুল মোরসালিন (১৭)। তাকে প্রতিপক্ষরা কুপিয়ে জখম করে। সে আল-আমিন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আল-আমিন স্কুলের ছাত্ররা জানায়, সিনিয়র-জুনিয়র নিয়ে এ হামলার ঘটনাটি ঘটেছে। এসএসসি পরীক্ষার্থী হামিম সন্ত্রাসীর ভূমিকা নিয়ে দেশীয় অস্ত্র এনে তার সহযোগী সিয়াম, ফারদিন, রাব্বি , ওয়াসিম, আলভীসহ প্রায় ৫০ জন ছাত্রকে সাথে নিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এর পূর্বেও কলেজ ছাত্র হামিমকে সন্ত্রাসী কর্মকা-ের জন্যে মডেল থানা পুলিশ আটক করেছিলো।

চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে খেলার জন্যে মাঠ না থাকায় এ প্রতিষ্ঠানের ছাত্ররা প্রায় সময় নদীর পাড় খোলা জায়গায় দলবদ্ধভাবে বিচরণ করে। এ ব্যাপারে প্রতিষ্ঠান-সংশ্লিষ্টদের নজর দেয়া দরকার বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়