প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০০:০০
গত সোমবার (২১ মার্চ ২০২২) চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব রেলওয়ে শিশু বিদ্যালয়, চাঁদপুর-এর সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ঢাকা নর্থ ইস্ট, গুলশান লেকসিটি ও ঢাকা ওয়েস্টের সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে পোশাক (ইউনিফর্ম) বিতরণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রধান অতিথি এবং চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি শাহেদুল হক মোর্শেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম।