প্রকাশ : ২৩ মার্চ ২০২২, ০০:০০
স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে ফরিদগঞ্জে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা চলছে। এই উপলক্ষে গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জে পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও পৌরসভা কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিচারণ অনুষ্ঠানে শিশুদের মুক্তিযুদ্ধের কথা শোনান ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্ল্যা তপদার, সাবেক ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, প্যানেল মেয়র মাজহাররুল আলম, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন বাবুল পাটওয়ারী, জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির পাটওয়ারী প্রমুখ।