শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০

পুরাণবাজার জগন্নাথ মন্দিরে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবতিথি উদ্যাপন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডস্থ সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ৫৩৮তম শুভ আবির্ভাবতিথি উদ্যাপন করা হয়েছে। আবির্ভাবতিথির গৌরপূর্ণিমা উপলক্ষে গত ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত সাতদিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ, গৌর আরতি, তুলশী আরতি, নরসিংহ দেবের আরতি, শ্রীশ্রী রাধামাধব গৌর সুন্দরের মঙ্গল আরতি, শৃঙ্গার দর্শন, গুরুপূজা, শ্রীশ্রী গৌর সুন্দরের অভিষেক, সন্ধ্যা আরতি কীর্তন, মহাপ্রভুর জন্মদিনের কেককাটা ও মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ব্যাপক ভক্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মহাপ্রভুর ৫৩৮তম জন্মদিনের কেক কাটেন পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্সে স্থাপিত শ্রীশ্রী চন্দ্রেশ্বরী কালীমাতা মন্দিরের অন্যতম সদস্য টুটন বণিক। এ সময় সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব চন্দ্র দেবনাথ, মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারীসহ শ্রীশ্রী চন্দ্রেশ্বরী কালী মাতা মন্দির, শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রম, পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স, শ্রীশ্রী রাধামুরারী মোহন জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ ও ভক্তসাধারণ উপস্থিত ছিলেন।

১৯ মার্চ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে মহোৎসবের মহাপ্রসাদ বিতরণ। প্রায় হাজারো ভক্ত উৎসব অঙ্গনে মহাসানন্দে মহাপ্রসাদ গ্রহণ করেন।

সপ্তাহব্যাপী আয়োজিত ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় শ্রীশ্রী সার্বজনীন জগন্নাথ মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক আগামীদিনে মন্দিরে অনুষ্ঠিত সকল ধর্মীয় অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়