প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০
৫ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক বহনের অভিযোগে নিয়মিত মামলা হয়েছে।
রোববার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাট পন্টুনে অভিযান চালিয়ে স্কুল ব্যাগে রাখা ৫ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করা হয়। আটককৃতরা হলো কুমিল্লা সদর পোদ্দার বাজার এলাকার হাকিম বেপারীর পুত্র মোঃ রুবেল বেপারী (২৬) ও হাইমচর গাজী বাড়ির আহসান উল্লাহর পুত্র আবু বক্কর সিদ্দিকী।
নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামানের নির্দেশে এসআই বাবুল বালা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।