প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০
শাহরাস্তিতে পুকুরে ডুবে বাক্ প্রতিবন্ধী শিশু সায়মা (১১) মারা গেছে। ২১ মার্চ সোমবার দুপুর থেকে শিশু সায়মা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করতে থাকে। বিকেল সাড়ে ৫টায় বাসার সামনের রাঢ়ি বাড়ির পুকুরে সায়মার মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সায়মার বাবা গ্রাম্য পশু ডাক্তার ফসিউল আলম। সায়মা শাহরাস্তি প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান সেন্টুর ভাগ্নি।