শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০

পুরাণবাজারে বিদ্যুতের মিটারসহ মালামাল চুরি
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার যোগীপট্টি এলাকায় রাতের অন্ধকারে বিদ্যুতের মিটার চুরি করে নিয়ে গেছে চোর। জানা যায়, গত ২০ মার্চ রাতের কোনো এক সময় পুরাণবাজার যোগী পট্টি কিশোর হার্ডওয়্যারের দোকানের পেছনে থাকা বিদ্যুতের ডিজিটাল মিটার ও মিটারের বিদ্যুৎ কানেকশনের তারসহ অন্যান্য কিছু মালামাল চুরি হয়ে যায়। পরদিন অর্থাৎ গতকাল ২১ মার্চ সকালে মালিক দোকানে লাইট জ্বালাতে গিয়ে দেখেন লাইট জ্বলছে না। মিটারের টাকা নেই ভেবে তিনি মিটার চেক করতে গিয়ে দেখেন, সংযোগ ও তারসহ মিটারটি নেই। দোকানের পেছনে থাকা আরো কিছু হার্ডওয়্যারের মালও নেই। এ অবস্থায় তার ডাক-চিৎকারে আশে পাশের মানুষজনসহ ব্যবসায়ীগণ ছুটে আসেন এবং মিটার চুরির বিষয়টি অবহিত হয়ে তারা হতাশা ব্যক্ত করেন।

তারা বলেন, রাতের আধাঁরে এই এলাকায় কমিউনিটি পুলিশিং সদস্যরা ডিউটি দিয়ে থাকেন। তারপরও এ ধরনের চুরি হতাশা ছাড়া আর কিছু নয়। বিশেষ করে বিদ্যুতের মিটার চুরির মত ঘটনায় আশেপাশের ব্যবসায়ীরা হতাশা ব্যক্ত করেন। তারা বলেন, এভাবে যদি মিটার চুরি হয়, তাহলে ঘরের বাইরে থাকা বিদ্যুতের মিটারের নিরাপত্তা কে দিবে। তারা মিটারের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়