প্রকাশ : ২২ মার্চ ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। ২১ মার্চ সোমবার সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা ভূমি কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, বাগাদী ইউপি সচিব সহিদ আলম, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, ডিলার বিল্লাল মিজি, ইউপি সদস্য মোশাররফ হোসেন, পারুল আক্তার প্রমুখ। এদিন এই ইউনিয়নের কার্ডধারী ১৩৪২ জনের মাঝে এই পণ্য বিতরণ করা হয়।