প্রকাশ : ২১ মার্চ ২০২২, ০০:০০
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০ মার্চ রোববার বিকেলে চাঁদপুর শহরের ঘোষলঘরস্থ অ্যাডঃ আব্দুল লতিফ শেখের চেম্বারে চাঁদপুর জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডঃ আব্দুল লতিফ শেখ।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৮২ সালে ঐতিহাসিক প্রয়োজনে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় আসেন। পরবর্তী সময় এরশাদ সাহাব উদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। কিন্তু সাহাব উদ্দিন জাতীয় পার্টির প্রতি অবিচার করেছেন। রাষ্ট্রপতি এরশাদই ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করেছেন। তিনিই ৫ ওয়াক্ত নামাজের আজান টিভিতে প্রচারের ব্যবস্থা করেছিলেন।
তিনি আরো বলেন, বিএনপির আমলে হ্যাঁ-না ভোটের মাধ্যমে ভোট কারচুপি চালু হয়েছে। তা এখনো অব্যাহত রয়েছে। ভোট কারচুপি থেকে আমাদের মুক্তির পথ খুঁজে বের করতে হবে। তিনি নেতাণ্ডকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
চাঁদপুর জেলা জাতীয় পার্টির সদস্য ইব্রাহীম দেওয়ান স্বপনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, চাঁদপুর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ শাহ আলম মিজি, চাঁদপুর পৌর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহাজাহান মাতাব্বর, সদস্য সচিব মোঃ ফেরদৌস খান, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান, জেলা যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ নান্নু ভূঁইয়া, জেলা যুব সংহিতর সদস্য সচিব হান্নান ঢালী, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব অ্যাডঃ আরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু।
এ সময় নেতাণ্ডকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন পৌর ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ চুন্নু বেপারী, সাধারণ সম্পাদক মোঃ সিরু ছৈয়াল, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য সচিব ডাক্তার এম হোসেন শাহরিয়ার, জেলা যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম রাজা, সদস্য মতিউর রহমান মাইনুল, মাসুদ বেপারী, মোস্তফা ঢালী, মাসুম বেপারী, চাঁদপুর সদর উপজেলা যুব সংহতির সভাপতি ইসমাইল হোসেন মাঝি, জেলা শ্রমিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন হাজী, সাংগঠনিক সম্পাদক জসিম শেখ, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মহসীন গাজী, শহর সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, সাধারণ সম্পাদক বাবুল গাজী প্রমুখ।