প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পুরাণবাজার খাজাবাবা অটো রাইস মিলের চাঁদ মার্কা আল-যাহারা স্পেশাল আঠাশ চাল নকল করে বিক্রি করার অপরাধে শহরের পাল বাজারের এক ব্যবসায়ীকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৩১ ডিসেম্বর শুক্রবার দুপুরে নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে খান ট্রেডার্সে অভিযান চালিয়ে নকল বস্তার চালগুলো জব্দ করেন এবং মালিক সোহেল খানকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ী সোহেল খানকে ২ হাজার টাকা জরিমানা করে। ভবিষ্যতে নকল ব্র্যান্ডের চাল বিক্রি করবে না বলে তার কাছ থেকে অঙ্গীকারনামা রাখা হয়।
পুলিশের হাতে আটক হওয়া পালের বাজারের ব্যবসায়ী সোহেল খান জানান, কদমতলার ন্যায্য মূল্যের ব্যবসায়ী নয়নের কাছ থেকে সে ২০ বস্তা চাল ক্রয় করেন। সেগুলো নকল ব্র্যান্ডের চাল তিনি জানতেন না। পুরাণবাজারে কিছু ব্যবসায়ী তাদের গোডাউনে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের চালের বস্তার মধ্যে নি¤œমানের চাল ঢুকিয়ে বাজারে বিক্রি করে। তাদের কারণেই ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছে।
এদিকে খাজাবাবা অটো রাইস মিলের মালিক আলহাজ্ব জিন্নাহ পাটোয়ারী জানান, দীর্ঘ বছর যাবত খাজাবাবা অটো রাইস মিলে মানসম্মত ধান দিয়ে চাল উৎপাদন করা হচ্ছে। তার মিলের নিজস্ব আল-যাহারা চাঁদ মার্কা স্পেশাল আঠাশ ব্র্যান্ডের চাল তিনি বিভিন্ন বাজারে বিক্রি করছেন। কিছু প্রতারক চক্র এই ব্র্যান্ডের চাল নকল করে ক্রেতাদেরকে প্রতারিত করছে।