প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
অখ- ম-লেশ^র শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান দর্শনে এলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা কোরবানপুর অখ- উপাসনা মন্দিরের ভক্তবৃন্দ। গতকাল ৩১ ডিসেম্বর সকালে ৫০ জনের একটি দল শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের মন্দির দর্শনে অযাচক আশ্রম চাঁদপুরে আসেন এবং মন্দিরে অনুষ্ঠিত সাপ্তাহিক সমবেত উপাসনায় যোগ দেন।
আগত ভক্তবৃন্দকে চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস কুমার দাস ও চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সদস্য সচিব মৃণাল কান্তি দাস স্বাগত জানান। তারা মন্দিরে দীর্ঘসময় অতিবাহিত করেন। আগত দর্শনার্থীরা চাঁদপুর বড়স্টেশনের মোলহেডসহ বেশ ক’টি দর্শনীয় স্থান ঘুরে দেখেন। তারা মধ্যাহ্নে আশ্রমে প্রসাদ গ্রহণপূর্বক বিকেলে ফিরে যান। আশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি দুলাল চন্দ্র দাস জানান, পূর্বের চেয়ে বর্তমানে আশ্রমে ভক্ত ও অনুরাগীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। প্রায় সময়ই দেশের বিভিন্নস্থান থেকে বাবামনির পুণ্য জন্মস্থান দর্শনের লক্ষে ভক্তবৃন্দ আশ্রমে আসেন। আমরা চেষ্টা করি তাদেরকে আপ্যায়ন করতে। তারা বাবামরির পুণ্যজন্মস্থান দর্শনে প্রীত হন এবং দেশ ও জাতির কল্যাণ কামনাপূর্বক নিজেদেরও সুখ-শান্তি কামনা করেন। বাবামনির অসংখ্য ভক্ত রয়েছে যারা বাবামনির এই পুণ্য জন্মস্থান দর্শনের জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমরা মনে করি, বাবামনি তাদের সে ইচ্ছা ও আশা পূরণে সহায় হবেন।