প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
লেখক সাংবাদিক গাজী মুনছুর আজিজের বাবা মোঃ মুনছুর গাজীর ৫ম মৃত্যুবার্ষিকী আগামী ২ জানুয়ারি। এ উপলক্ষে আজ ৩১ ডিসেম্বর বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার নানুপুর জামে মসজিদে তার পরিবার ও মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। নানুপুর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব আবু বকর সিদ্দিক আল ফারাজী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে ও মুনছুর গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ, মরহুমের ছোট ছেলে আঃ মান্নান গাজী, মরহুমের ভাই আব্দুল জব্বার গাজী, মুনছুর গাজী ফাউন্ডেশনের সদস্য সাইদুজ্জামান সৈকতসহ স্থানীয় সুধীজন।
উল্লেখ্য, মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান, বৃক্ষরোপন, বই বিতরণসহ নানা ধরনের সমাজকল্যাণমূলক কাজ করা হয়।