প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ০০:০০
চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এবং চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২১ শুক্রবার বাদ জুমা পুরাণবাজার মধ্য শ্রীরামদী কবরস্থান জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদিয়া কবরস্থান মোহাম্মদিয়া মাদ্রাসা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মোঃ ফরিদ আহমেদ। উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাছির বেপারী, ২নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বাদশা হাওলাদার, সদস্য সচিব আবুল খানসহ ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরাসহ মুসল্লিগণ।