প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
প্রায় ৮৫ বছরের বৃদ্ধ মুছা আহাম্মেদ। বয়সের ভারে নুইয়ে গেছেন। তিনি কোনো রাজনীতি করেন না। আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ওই বৃদ্ধ কোনো প্রার্থীর পক্ষে কিংবা বিপক্ষে কোনো কথাও বলেননি। বাড়ির পাশর্^বর্তী মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ইটের আঘাতে মুছা আহাম্মেদের মাথা ফেটে রক্তক্ষরণ হতে থাকে। এমন অবস্থা দেখে এলাকাবাসী ওই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকেলে ফরিদগঞ্জের ২নং বালিথুবা ইউনিয়নের দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের হারুন অর রশিদের কর্মী-সমর্থকদের উপর হামলার সময় ইটের আঘাতে ওই বৃদ্ধের মাথা ফেটে যায়। এমন অবস্থা দেখে অনেকেই বলাবলি করছেন যে, এই বৃদ্ধের অপরাধটা কী?