প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৫ কোটি ২৫ লাখ টাকার অবৈধ কারেন্টজাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের হাইমচর স্টেশন কমান্ডার লেঃ রুহান মনজুরের নেতৃত্বে সদরের পুরাণবাজার সংলগ্ন ট্যাংক রোডে অভিযান পরিচালনা করা হয়। এতে ওই এলাকার গুদাম ঘরের গলি থেকে কারেন্টজাল বাজারজাত করার সময় প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা সমমূল্যের ১৫ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্টজাল জব্দ করা হয়। যা পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় কারেন্টজাল বাজারজাত করণের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার নিমিত্তে কোস্টগার্ডের অভিযান চলমান থাকবে।