প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
ঘনিয়া ছাঈদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও কারিগরি (বি.এম.) কলেজ থেকে ২০২১ খ্রিস্টাব্দে দাখিল মোট ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২ জন জিপিএ-৫ শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া এ গ্রেড পেয়েছে ২৬ জন, এ মাইনাস ১২ জন, বি গ্রেড ৩ জন, সি গ্রেড ১ জন। সাফল্যজনক ফলাফলের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন ঘনিয়া দরবার শরীফের আলা পীরে ত্বরিকত হাদী ও দ্বীনে মিল্লাত আলহাজ¦ হাঃ মাঃ জুনায়েদুল হক নকশেবন্দী মোজাদ্দেদী। পীর সাহেব হুজুরের দক্ষ পরিচালনায় ও নির্দেশনা মোতাবেক অত্র প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এছাড়া হুজুরের সু-নিপুণ গাইড লাইনের মাধ্যমে এতিম খানা ও হেফ্জ মাদ্রাসা সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে। এ প্রতিষ্ঠানগুলোর আরো সফলতা অর্জনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।