রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪২৭ জন
প্রবীর চক্রবর্তী ॥

২০২১ সালের প্রকাশিত ফলাফলে ফরিদগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে এসএসসিতে ৩১৭ জন, দাখিলে ১০৯ জন এবং ভোকেশনালে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

এসএসসিতে মোট ৪৫৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪৩৫ জন। পাসের হার ৯৬.৪৬%।

এর মধ্যে উপজেলার চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৩ জন, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ৩১ জন এবং ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৩০ জন জিপিএ-৫ পেয়েছে। দাখিলে ১৭৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৭১ জন। পাসের হার ৯৬.৪৬%। এর মধ্যে মুন্সিরহাট আলিম মাদ্রাসায় ১৬ জন, ইসলামপুর শাহ্ ইয়াছিন আলিম মাদ্রাসায় ১০, কড়ৈতলী আলিম মাদ্রাসায় ১০ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ভোকেশনালে ২৩৫ জনের মধ্যে ২১৫ জন পাস করেছে। পাসের হার ৯১.৪৮%। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে এসএসসিতে ৬টি প্রতিষ্ঠান যথাক্রমে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়, চান্দ্রা ইমাম আরী উচ্চ বিদ্যালয়, আলোনিয়া উচ্চ বিদ্যালয়, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়, বি আর হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও শোল্লা এ আলী উচ্চ বিদ্যালয়ের পাসের হার শতভাগ।

দাখিলে ১২টি প্রতিষ্ঠানে শতভাগ তথা সকলেই পাস করেছেন। এগুলো হলো : লতিফগঞ্জ মাদ্রাসা, গল্লাক মাদ্রাসা, রামপুর ডিএস মাদ্রাসা, কামতা ডিএস মাদ্রাসা, কাশারা মাদ্রাসা, আলী নুর হোসাইনিয়া মাদ্রাসা, পশ্চিম গোবিন্দপুর মাদ্রাসা, খাতুনে জান্নাত মাদ্রাসা, উত্তর আলোনিয়া মাদ্রাসা, ঘনিয়া মাদ্রাসা, নোয়াপাড়া মাদ্রাসা ও বদিউজ্জামান পুর মাদ্রাসা থেকে সকলেই পাস করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়