প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। এতে মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৩৭%, দাখিলে ৮৭.৮৫% এবং ভোকেশনালে ৯৭.২৯%। মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রমতে, উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ১শ’ ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২ হাজার ৯শ’ ৪৮ জন। অকৃতকার্য ২শ’ ৯ জন। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২শ’ ১৬ জন।
অপরদিকে ১৬টি প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ৫শ’ ৯৩ জন অংশগ্রহণ করে পাস করেছে ৫শ’ ২১ জন, অকৃতকার্য ৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। উপজেলার দুটি বিদ্যালয়ের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১শ’ ৮৫ জন অংশগ্রহণ করে পাস করেছে ১শ’ ৮০ জন, অকৃতকার্য হয়েছে ৫ জন। জিপিএ-৫ পেয়েছে একজন।