প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
এবারের দাখিল পরীক্ষার ফলাফলে কচুয়ায় ৩৬টি মাদ্রাসা থেকে সর্বমোট ১৪০৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৩২৯ জন। পাসের হার ৯৪.৪৫%। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন। উপজেলায় ফলাফলের দিক থেকে আল ফাতেহা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা শীর্ষে রয়েছে। এ মাদ্রাসা থেকে মোট ৪৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই কৃতকার্য হয়। তন্মধ্যে ১১ শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
এছাড়া আরো ৯টি মাদ্রাসা শতভাগ ফলাফল অর্জন করে। মাদ্রাসাগুলো হচ্ছে : গবরখোলা আদর্শ দাখিল মাদ্রাসা, মাঝিগাঝা দাখিল মাদ্রাসা, সাচার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আইনগীরি মাদ্রাসা, গাউছিয়া ছোবহানিয়া দাখিল মাদ্রাসা, লতিফিয়া এনামিয়া মাদ্রাসা, পালাখাল ছালেহিয়া মাদ্রাসা, আল ফাতেহা মহিলা মাদ্রাসা ও পূর্ব কালচো দাখিল মাদ্রাসা।