রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০

পুরাণবাজারে সরকারি খাল ভরাট ॥ প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার ৩নং ওয়ার্ড পূর্ব জাফরাবাদ এলাকায় সরকারি খাল ভরাটের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।

৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পুরাণবাজার মদিনা রাইস মিলের পেছনের পূর্ব জাফরাবাদ এলাকার অসংখ্য নারী-পুরুষ একত্রিত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাফরাবাদ খাল অবমুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করে।

মানববন্ধনে ওই এলাকার আনোয়ার ঢালী, মঞ্জুমা বেগম ও মুসলিম ঢালী বলেন, জাফরাবাদ এলাকার ১নং জাফরাবাদ মৌজার প্রায় ৪০ কিলোমিটার লম্বা খালটি এ এলাকার পয়ঃনিষ্কাশনের একমাত্র মাধ্যম। খালটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হবে এবং আমাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হবে। খালটি রঘুনাথপুরে মিলিত হয়েছে। খালের পানি স্থানীয়ভাবে অনেক কৃষি জমিতে ব্যবহৃত হয়। এলাকার একটি চক্র খালটি ভরাট করে ফেলতে চায়।

তারা বলেন, খালের উত্তর পাশে কিছু লোক এলাকায় প্রভাব খাটিয়ে খালের মধ্যে পাইলিং দিয়ে খাল ভরাট করে ফেলছে।

মানববন্ধন চলাকালে পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল উপস্থিত হয়ে তাদেরকে আশ্বস্ত করে বলেন, আমি সরেজমিনে গিয়ে খাল ভরাটের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করবো। মেয়র বলেন, অন্যায়ভাবে কেউ সরকারি খাল ভরাট করতে পারবে না।

জাফরাবাদ খালের উত্তর পাশের বাসিন্দা ফরিদ দিদার বলেন, আমি খাল ভরাট করছি না। খাল আমার সীমানার মধ্যে। আমি আমার জায়গা ভরাট করছি।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের পুরানো জাফরাবাদ খালটি দখলদারদের হাত থেকে উদ্ধার করে এলাকার পয়ঃনিষ্কাশনে ব্যবস্থাগ্রহণ করা হোক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়