রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০

এ শিশুরা আমাদের আমানত, এদের পরিচর্যা করতে হবে
হাছান খান মিসু ॥

সরকারি বাক-শ্রবণ-প্রতিবন্ধী বিদ্যালয় ও শিশু পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বাবুরহাট মঠখোলাস্থ শিশু পরিবারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এ শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ-প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক পিতৃমাতৃহীন শিশুদের মাতৃস্নেহে জড়িয়ে ধরেন। এ সময় তিনি বলেন, এ শিশুরা আমাদের আমানত। তাদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। তিনি শিশুদের লেখাপড়াসহ দৈনন্দিন কর্মকা-ের খোঁজ-খবর নেন এবং তত্ত্বাবধায়ককে নির্দেশনা প্রদান করেন।

উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, রেভেনিউ ডেপুটি কালেক্টর মোঃ খোরশেদ আলম চৌধুরী, সরকারি শিশু পরিবার ও সরকারি বাক-শ্রবণ-প্রতিবন্ধী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক/প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়