রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ০০:০০

বাল্যবিয়ে বন্ধ না হলে পারিবারিক শান্তি আসবে না
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, সামাজিক সহিংসতা ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিক, মসজিদের ইমাম, পুরোহিত, কাজী, শিক্ষক জনপ্রতিনিধি সক্ষমতা বৃদ্ধিমূলক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার ২৭ ডিসেম্বর সকালে উপজেলা অডিটোরিয়ামে জাইকার সহযোগিতায় মহিলা ও শিশু উন্নয়ন কমিটির আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরির সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান ও সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান।

প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ে বন্ধ না হলে পারিবারিক শান্তি আসবে না। কারণ বাল্যবিয়ের মধ্যে শতকরা ৫০টি বিয়েই টিকে না অর্থাৎ বাল্যবিয়ের সংসার ভেঙ্গে যায়। ফলে পারিবারিক অশান্তি ও নারী নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে প্রথমে ইমাম, তারপর শিক্ষক এবং কাজীদের সচেতনতা প্রয়োজন। কারণ সমাজের এই তিন শ্রেণীর মানুষ ছাড়া বাল্যবিবাহ সম্পন্ন হয় না। তাই জাইকা এ সচেতনমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আমরা সকলে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় হবো, সমাজ ও পরিবারকে শান্তিতে রাখবো।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আমন্ত্রিত শিক্ষক, ইমাম, কাজী, পুরোহিত, জনপ্রতিনিধিদের জনসচেতনতার লক্ষ্যে উপস্থিতিদের উদ্দেশ্যে প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাঃ কামরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলী রেজা আশরাফী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়