রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

মতলবে আহসান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
মাহবুব আলম লাভলু ॥

মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বনামধন্য আহসান গ্রুপ লিমিটেড মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে ১টি পৌরসভায় প্রায় ৫ হাজার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শনিবার লতরদি নিজ বাসভবন থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করেন আহসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি।

এ সময় কামরুল আহসান সিআইপি বলেন, সারাদেশে এখন খুবই শীত চলছে। শীতে অসচ্ছলরা কষ্টে রয়েছে। আমি যতটুকু পারছি মানুষের মাঝে উপহার দিচ্ছি। আমরা মানুষকে ভালোবেসে সহযোগিতার চেষ্টা করি। মতলব উত্তরে যাদের থাকার ঘর ছিল না আমরা প্রায় ৪শ’ ঘর নির্মাণ করে দিয়েছি। শিক্ষাক্ষেত্রে উপবৃত্তি প্রদান করেছি। এই দান অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

উপস্থিত ছিলেন প্রধান অতিথির সফরসঙ্গী আব্দুর রাজ্জাক, ফতেহপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদাউস, গজরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুলা প্রধান, থানা ও আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান, কলাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কাদের মোল্লা, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান ব্যাপারী, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ডালি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রব প্রধান, উপজেলা যুব লীগের প্রচার সম্পাদক রেফায়েত দর্জি, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ, থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য গোলাম হোসেন জহির, যুবলীগ নেতা শাহ আলম সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার, যুবলীগ নেতা নূরে আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়