রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ০০:০০

১৫ জানুয়ারি থেকে সরকারের নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করবে ব্যবসায়ীরা
গোলাম মোস্তফা ॥

২৮ ডিসেম্বর সকালে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) চাঁদপুর জেলা শাখার এক মতবিনিময় সভা চাঁদপুর শহরের কাজী নজরুল সড়কস্থ প্রেসক্লাব ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়।

সহ-সভাপতি সুভাষ সাহার উপস্থাপনায় সংগঠনের সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে সরকার নির্ধারিত মূল্য থেকে শতকরা ৫% কমে ওষুধ বিক্রি করা হবে। আগামী জুলাই মাস থেকে সরকারের নির্ধারিত এমআরপি মূল্যে ওষুধ বিক্রির জন্যে চাঁদপুর জেলার সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে চাঁদপুরের ওষুধের দোকানগুলোকে ২ ভাগে বিভক্ত করে সপ্তাহের প্রতি শনিবার ওষুধের দোকান বন্ধ রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।

এছাড়া প্রত্যেক উপজেলা ও বাজারগুলোতে ড্রাগ লাইসেন্সবিহীন ওষুধের দোকানের লাইসেন্স করার জন্য সমিতির পক্ষ থেকে সহযোগিতা করা হবে। অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি না করার জন্যে তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান।

এছাড়া তিনি বলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নিয়ম যারা না মানবে তাদেরকে ১ হাজার টাকা জরিমানা ও সমিতির পক্ষ থেকে তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রোটাঃ এবিএম নজরুল আমিন চৌধুরী সাজু, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির খান, সিনিয়র সদস্য মোঃ নেহাল হোসেন মজুমদার, বিমল সেন, সদস্য তারিকুল ইসলাম মুকুল, মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ এনামূুল হক, মোঃ আলী হায়দার টিপু, মোঃ ফিরোজ, ফার্মাসিস্ট মোঃ মনির হোসেন, ফারুক হোসেন, প্রভাত ভৌমিক, তপন সরকার, মোঃ হাফেজ, আব্বাস হোসেন, দেলোয়ার হোসেন, আলাউদ্দিন, আনোয়ার হোসেন দেওয়ান, আলাউদ্দিন, এজেড মুরাদ টিটু, আনিসুর রহমান, হোসেন সরকার, রনজিৎ দেবনাথ ও মেহেদী হাসান।

মতবিনিময় সভা শেষে আগত সকলকে সমিতির পক্ষ থেকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দেলোয়ার হোসেন ও গীতা পাঠ করেন প্রভাত ভৌমিক।

উল্লেখ্য, সভায় জেলার ৮টি উপজেলার ওষুধ ব্যবসায়ীগণ ও সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়