প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ০০:০০
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রত্যন্ত জনপদ। গ্রামের সড়কগুলোতে বিভিন্ন প্রার্থীর প্রচার যানে মুখরিত প্রান্তর। সকাল থেকে রাত পর্যন্ত পাড়ামহল্লা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের দোকানগুলোতে চলছে নির্বাচনী আড্ডা। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে চায়ের কাপে নির্বাচনী ঝড় বেশ আলোড়ন তুলেছে। প্রতিটি পাড়ায় পাড়ায় চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোটারদের কাছে কী কী প্রতিশ্রুতি প্রদান করছেন সেসব বিষয় নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। ফরিদগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান প্রার্থীদের আশা-প্রত্যাশা ও ভাবনা নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের এই ধারাবাহিক প্রতিবেদন।
বালিথুবা পশ্চিম ইউনিয়ন : ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোট ৩ জন। আলোচনায় রয়েছেন ২ প্রার্থী। এরা হলেন : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন স্বপন।
বাহাউদ্দিন : বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী তিনি। তিনি স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের ইউনিয়ন প্রতিনিধিও। এছাড়া তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক। ছেলেবেলা থেকেই রাজনীতি করছেন।
নির্বাচন নিয়ে প্রত্যাশা ও ভাবনা বিষয়ে কথা বলতে গিয়ে বাহাউদ্দিন বলেন, মানুষের সেবা করতে গেলে সবচেয়ে ভালো স্থানটি হলো জনপ্রতিনিধির স্থান। আমরা যদি ওই স্থানটিতে আসীন হয়ে সঠিক কাজটি করি, তবে মানুষ উপকৃত হবেই। আমি মাননীয় এমপি মহোদয় ও খাজে আহমেদের মজুমদারের নেতৃত্বে গত তিনবছর আগে থেকে জনগণের কাছে গিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। আশা করছি জনগণ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে জনগণের মৌলিক সেবাগুলো আগে দেয়ার চেষ্টা করবো। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলের নির্দেশ অমান্য করে নির্বাচন করছেন। তার কর্মের কথা জনগণ ভালো করে জানে।
জসিমউদ্দিন স্বপন : বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান। নির্বাচন কেন করছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য। নির্বাচিত হলে কী করবেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কথা না বলে জনগণের কাছেই যেতে চাই।
বালিথুবা পুর্ব ইউনিয়ন : মহান স্বাধীনতা যুদ্ধের পর সবেচেয়ে বেশিবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এই ইউনিয়ন থেকে। তাই এটিকে ভিআইপির ইউনিয়ন বললেও বেশি বলা হবে না। এই ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করছেন ৫ জন। এরা হলেন : জিএম হাসান তাবাচ্চুম (নৌকা), বর্তমান চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ (আনারস), মোঃ ইব্রাহিম (মোটরসাইকেল) সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন খান নয়ন (চশমা), মাসুম বিল্লাহ (হাতপাখা)। এই ইউনিয়নে চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভবনা রয়েছে। প্রতিদ্বন্দ্বিতায় যারা রয়েছেন তারা হলেন : আওয়ামী লীগ প্রার্থী জিএম হাসান তাবাচ্চুম, আওয়ামী লীগ বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি আলমগীর হায়দার খানের সহোদর শাহাদাত হোসেন খান নয়ন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম।
জিএম হাসান তাবাচ্চুম : বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের চাচাতো ভাই তিনি। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো তিনি এবারও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। নির্বাচন ভাবনা নিয়ে তিনি বলেন, তৃণমূলে সুষম উন্নয়ন করতে সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমার ভাই সংসদ সদস্য হওয়ার পর থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে কাজ করতে গিয়ে দেখেছি, মানুষ কতটা অসহায়। তাই তাদের সহায়তার জন্য এবং আধুনিক মডেল ইউনিয়ন করতে আমি নির্বাচনে মাঠে নেমেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আশা করছি দলের প্রত্যাশা পূরণ করে নির্বাচনে জয়ী হবো। প্রতিদ্বন্দ্বী সম্পর্কে কোনো মন্তব্য নেই, জনগণই রায় দেবে।
শাহাদাত হোসেন খান নয়ন : বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নির্বাচনে অংশগ্রহণের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, জনগণ আসলে সেবা চায়। বিগত নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু তা ছিনতাই হয়েছে। জনগণের আমানত ফিরিয়ে দিতে আবার মাঠে নেমেছি।
রূপসা দক্ষিণ ইউনিয়ন : উপজেলার আরেকটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এটি। এই ইউনিয়ন থেকেও বেশ কয়েকজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে নির্বাচন করছেন ৫ জন প্রার্থী। এরা হলেন : অহিদুর রহমান (চশমা), আঃ কাদের খোকন (আনারস), ইউছুফ পাটওয়ারী (হাতপাখা), জহিরুল ইসলাম (মোটরসাইকেল) এবং মোঃ শরীফ হোসেন (নৌকা)। এই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী। আওয়ামী লীগ প্রার্থী শরীফ হোসেনের সাথে সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুর রহমান ও আঃ কাদের খোকন সাথে।
শরীফ হোসেন : সাবেক ছাত্রলীগ নেতা গত তিনবছর ধরে সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন। নির্বাচন কেন করছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণ আর ভোগান্তি চায় না। সেবার নামে হয়রানি, অর্থ আদায় এসব দেখতে দেখতে জনপ্রতিনিধিদের কাছ থেকে পাওয়া সেবার কথাই ভুলে গেছে তারা। আমি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাই মানুষকে আশার প্রতীক হয়ে আলো জ¦ালাতে নির্বাচনে নেমেছি। গত ৩ বছরে মাঠে ঘুরে মানুষের কথা জেনেছি। আশা করছি জনগণের কাছে আমি সেবা ফিরিয়ে দিতে সক্ষম হবো। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেরাই এখন আস্থার মধ্যে আসতে পারেননি। তাই তাদের নিয়ে মন্তব্য নেই।