প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর শুক্রবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক আলহাজ্ব মাজাকাত হারুন মানিকের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাসরুরুল হক নোমানীর পরিচালনায় মাহফিলে বয়ান করেন ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আলহাজ্ব মাওলানা মুফতি আবু সাঈদ, উজানী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান, ঢাকা কামরাঙ্গীরচর বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা দেলোয়ার বিন দেওয়ান।
মুফতি আবু সাঈদ বলেছেন, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সামাজিক অনাচার-পাপাচার রোধকল্পে সমাজপতিদের দায়িত্ব অপরিসীম। সুস্থ, চরিত্রবান ও আদর্শ সমাজ গড়ে তোলার জন্য সকল প্রকার অপরাধ নির্মূল করা ছাড়া উপায় নেই। এসব দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা, কর্মতৎপরতা ও সৎসাহস প্রদর্শন করা একান্ত প্রয়োজন। ব্যক্তিগত থেকে সামাজিক ও রাষ্ট্রীয় সর্বত্র নৈতিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে। তাহলেই সুন্দর, সফল, কল্যাণকর ও সুখী সমাজ গঠন করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ ও তা প্রসারে কার্যকর ভূমিকা পালনের তৌফিক দান করুন।