রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০

আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া শাখার কাউন্সিল অধিবেশন
মোহাম্মদ মহিউদ্দিন ॥

আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) মনোহরপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হক শাহজীর সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক শাহজালালের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর দরবার শরীফের পীর সাহেব মাওঃ গোলাম গাউস আলকাদেরী। কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন মীরসরাই দরবার শরীফের পীর মাওঃ শাহ মিজবাউল ইসলাম লতিফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওঃ শাহ আলমগীর হোসেন, কচুয়া শাখার উপদেষ্টা নাছির উদ্দিন মাহমুদ, তৌহিদুল ইসলাম খোকা প্রমুখ।

অধিবেশনে সর্বসম্মতভাবে মাওঃ শাহ মোঃ আলমগীর হোসেনকে সভাপতি, আব্দুল হক মাস্টারকে সাধারণ সম্পাদক, মাওঃ শাহজালালকে সাংগঠনিক সম্পাদক ও মাওঃ ইমাম হোসেনকে অর্থ বিষয়ক সম্পাদক মনোনীত করে ১শ’ ১জন সদস্য বিশিষ্ট উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। তাছাড়া মাওঃ এবিএম ছাদেক উল্লাহকে প্রধান উপদেষ্টা নির্বাচন করে ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়