প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি ও উন্নত চিকিৎসার জন্যে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ২৪ নভেম্বর বুধবার বেলা ১২টায় চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্যা সেলিমের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের কার্যালয়ে গিয়ে তাঁর সাথে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান, মুনির চৌধুরী, অ্যাডঃ হারুনুর রশিদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।