প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০০:০০
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাহরাস্তি উপজেলার ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২৩ নভেম্বর রাতে শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ বেশ কিছু ইউনিয়নে চমক দেখিয়েছে। বিশেষ করে দু’টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নৌকা থেকে বঞ্চিত হন। এছাড়াও কয়েকটি ইউনিয়নে চমক দেখিয়ে অনেকেই মনোনয়ন পেয়েছেন। শাহরাস্তি উপজেলার আলোচিত টামটা উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি এবার নৌকার জন্য আবেদন করেও ব্যর্থ হন। কারণ হিসেবে জানা যায়, গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি মনোনয়ন পাননি। এ ইউনিয়নে নৌকা পেলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মজুমদারের ছেলে আলমগীর কবির পলাশ। টামটা দক্ষিণ ইউনিয়নেও রয়েছে চমক। বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা মানিক মনোনয়ন পাননি। সেখানে নৌকা প্রতীক পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান। মেহের দক্ষিণ ইউনিয়নে উপ-নির্বাচনে জয়ী রুহুল আমিন আবারো নৌকা পেয়েছেন। মেহের উত্তর ইউনিয়নে নৌকা পেলেন বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা মনির হোসেন। রয়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকা পেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ও রায়শ্রী উত্তরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন মুশু। চিতোষী পূর্ব ইউনিয়নে নৌকা পেলেন বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী। চিতোষী পশ্চিম ইউনিয়নে চমক দেখিয়ে নৌকা পেলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল। সূচিপাড়া উত্তরে আবারো নৌকা পেলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার। সূচিপাড়া দক্ষিণে চমক দেখিয়ে নৌকা পেলেন মাহতাব উদ্দিন হেলাল।
এদিকে নির্বাচন কমিশন ৪র্থ ধাপের ভোট গ্রহণের তারিখ ৩ দিন পিছিয়ে আগামী ২৬ ডিসেম্বর ঘোষণা করেছেন। আগামী ২৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন।