প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০
আজ ২৪ নভেম্বর বুধবার বিকেল ৪টায় সাহিত্য একাডেমী, চাঁদপুরের আয়োজনে নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে থাকছে বাউল ও লোক গান, কবিতা আবৃত্তি, সাহিত্য আসর ও আলোচনা সভা।
চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমীর সভাপতি অঞ্জনা খান মজলিশ। একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাতের সভাপ্রধানে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান ও জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ। প্রবন্ধ পাঠ এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি ও লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
এ আয়োজনে চাঁদপুরের লেখকদের সাদর আমন্ত্রণ জানিয়েছে সাহিত্য একাডেমী কর্তৃপক্ষ।