রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ০০:০০

বিজয়ের ৫০ বছর উদ্যাপনে আমরা সুন্দর সময়ে অবস্থান করছি
মিজানুর রহমান ॥

চাঁদপুর স্টেডিয়াম খেলাধুলার মাধ্যমে আবারো সরগরম হবে : পুলিশ সুপার

চাঁদপুরে অনূর্ধ্ব-১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা-২০২১ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল দশটায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা পর্যায়ের এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনার কারণে এতোদিন আমরা খেলাধুলার আয়োজন করতে পারিনি। সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আমাদের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা হচ্ছে। জেলা পুলিশ বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের পঞ্চাশ বছর উদ্যাপিত হবে। তাই নভেম্বর মাস থেকে আমাদের ক্রীড়া উৎসব শুরু হয়ে গেছে। কাবাডির পর আমরা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেটের আয়োজন করবো। সেখানে ক্রিকেটের একটি উৎসব শুরু হবে।

এছাড়া বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে নবান্ন উৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নাটক। স্বাধীনতার ৫০ বছর উদ্যাপন উপলক্ষে আমরা এখন সুন্দর একটি সময়ে অবস্থান করছি। এখন করোনা সংক্রমণের হার অনেক কমে গেছে, অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছি।

জেলা প্রশাসক আরো বলেন, সুস্থ থাকার জন্যে এবং সুস্থ শরীর-মন গঠনের জন্যে খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। খেলাধুলা করলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনি মানসিক জড়তাও কমে যায়।

টুর্নামেন্ট কমিটির সভাপতি পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর সভাপ্রধানে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মোঃ জাহিদুল ইসলাম রোমান ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ মঈনুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য তমাল কুমার ঘোষ, শাহ্ আলম তালুকদার, তপন চন্দ, শরীফ মোঃ আশ্রাফুল হক, সন্তোষ রায়, আবুল কালাম আজাদ, নূরুন্নবী নোমানসহ চাঁদপুর জেলার ৮ থানার অফিসার ইনচার্জগণ এবং সংশ্লিষ্ট থানার অফিসার, ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও কাবাডি খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।

টুর্নামেন্ট কমিটির সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেন, জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা হচ্ছে। আমরা এখান থেকে ভালো খেলোয়াড় বাছাই করে একটি শক্তিশালী টিম গঠন করবো। যারা বিভাগীয় পর্যায়ে খেলে উত্তীর্ণ হতে পারবে এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি হবে।

তিনি আরো বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। অন্যান্য খেলার সাথে এ খেলাটি অনেকটা আড়াল হয়ে গেছে। কিন্তু ছোটবেলায় আমরা অনেকেই হা-ডু-ডু বা কাবাডি খেলেছি বা দেখেছি। এ খেলাটি যাতে আরো বেশি করে চর্চা হয়, আমি এ জেলায় যোগদানের পর কাবাডি টুর্নামেন্ট করার আয়োজন করেছি। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা মোবাইলমুখী, মাদকাসক্তি ও কিশোর গ্যাংসহ আইনশৃঙ্খলা বিষয়ক অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ছে। তাদেরকে এসব থেকে দূরে রাখতে এবং এ অপরাধগুলো কমানোর জন্যে ছেলে-মেয়েদের মাঠমুখী করাই এখন জরুরি। করোনার জন্যে এতোদিন আমরা খেলাধুলার আয়োজন করতে পারিনি। চাঁদপুর স্টেডিয়াম বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আবার সরগরম হবে এ প্রত্যাশা করেন তিনি।

এ প্রতিযোগিতায় চাঁদপুর জেলার ৮টি থানা কাবাডি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিন ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। শাহরাস্তি উপজেলা ৩৭-৭ পয়েন্টের বড় ব্যবধানে মতলব উত্তরকে, হাইমচর উপজেলা ২৭-১২ পয়েন্টে মতলব দক্ষিণকে, ফরিদগঞ্জ উপজেলা ২৭-২৫ পয়েন্টে কচুয়াকে এবং চাঁদপুর সদর ৪৬-২৬ পয়েন্টে হাজীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে।

এ জয়ের ফলে শাহরাস্তি, হাইমচর, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়। আজ ২৪ নভেম্বর বুধবার সকালে প্রতিযোগিতার দুটি সেমি-ফাইনাল এবং বিকেল ৩টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

প্রথম সেমি-ফাইনালে শাহরাস্তির মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা। দ্বিতীয় সেমি-ফাইনালে হাইমচর উপজেলা লড়বে চাঁদপুর সদর উপজেলার সাথে।

কাবাডি প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন থেকে আগত রেফারি নাজির আহমেদ বাদল। তাকে সহযোগিতা করেন সিরাজুল ইসলাম, সায়মন, বাদল বেপারী ও ক্রীড়া সংস্থার অফিস কর্মকর্তা দিলীপ।

উল্লেখ্য, চাঁদপুরে আইজিপি কাপ যুব কাবাডির এ প্রতিযোগিতার আয়োজন ও ব্যবস্থাপনায় রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়