প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শনে জেলা প্রশাসক
সেবার ব্রত নিয়ে পুলিশকে এগিয়ে যেতে হবে
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন গতকাল ২৬ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেছেন। তিনি থানায় প্রবেশ করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া। এরপর জেলা প্রশাসক পতাকা মঞ্চে গেলে তাঁকে গার্ড অব অনার ও সালাম জানান থানার সেকেন্ড অফিসার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা।
জেলা প্রশাসক থানা পরিদর্শনকালে থানার বিভিন্ন করিডোর ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি মডেল থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখতে পুলিশের সেবার মান বৃদ্ধি করার জন্যে আহ্বান জানাচ্ছি । তিনি বলেন, পুলিশের কাজ কিছুটা ঝিমিয়ে পড়েছে, সাধারণ মানুষের আস্থা অর্জনে পুলিশের ভূমিকা অটুট রাখতে হবে। সাধারণ মানুষ পুলিশের কাছে সহায়তা পেতে আসলে তাকে যেন যথাযথ সেবা ও সহায়তা প্রদান করা হয়। পুলিশ বাহিনী প্রতিটি মুহূর্ত জনগণের কল্যাণে কাজ করে, তাই পুলিশ হতে হবে জনগণের। এই মনোভাব ও সেবার ব্রত নিয়ে পুলিশ বাহিনীকে এগিয়ে যেতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।