শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

খানাখন্দ ও গর্তে ভরা বেলতলি-সাহেববাজার সড়ক

মাহবুব আলম লাভলু ॥
খানাখন্দ ও গর্তে ভরা বেলতলি-সাহেববাজার সড়ক

মতলব উত্তর উপজেলার বেলতলী-সাহেববাজার সড়কের বিভিন্ন অংশ খানা-খন্দে ভরে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও পড়েছে দুর্ভোগে। বন্যায় ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কের বিভিন্ন অংশে গর্তের কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন মানুষজন।

বেলতলি-সাহেববাজার সড়ক এ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দুটি ব্যবহারের মাধ্যমে জনসাধারণ উপজেলা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মতলব উত্তর থানা, শ্রীরায়েরচর ব্রিজ হয়ে ঢাকা, মতলব দক্ষিণ হয়ে চাঁদপুর জেলা সদর ও বেলতলী সোলেমান লেংটার মাজারসহ উত্তরাঞ্চলে যাতায়াত করে। এ সড়কের সাথে সংযোগ রয়েছে অনেকগুলো গুরুত্বপূর্ণ সড়কের।

সরেজমিনে দেখা গেছে, এ সড়কে ছোট-বড় খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। যা যানচলাচল অনুপযোগী। ঝুঁকি নিয়ে প্রতিদিন শতশত যানচলাচল করে। সড়কপথে যাতায়াত করলে গর্তগুলো চিহ্নিত করে, সতর্ক হয়ে যাওয়া আসা করেন। এ গুরুত্বপূর্ণ সড়কে যানচলাচল করতে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। সড়কটিতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, সংস্কারের জন্য বেলতলী-সাহেববাজার সড়ক ২ হাজার ৬০০ মিটার প্রস্তাব পাঠানো হয়েছে।

অটোরিকশা চালক ওমর আলী বলেন, আমি জানতাম না এই রাস্তার এত খারাপ অবস্থা। জানলে এ রাস্তা দিয়ে আসতাম না। এসে বিপদে পড়ছি। রাস্তা এত ভাঙা, এটি ঠিক করা খুবই জরুরি।

সাংবাদিক কামরুল ইসলাম রাব্বি জানান, বেলতলি-সাহেববাজার রাস্তাটি ব্যবহার করে জনসাধারণ চাঁদপুর, লক্ষ্মীপুর ও শ্রীরায়েরচর ব্রীজ হয়ে ডাকা যাতায়াত করে। এখন সড়কে বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তে ভরা। ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা। এ সড়কের দ্রুত সংস্কার প্রয়োজন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মতলব উত্তর উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন জানান, অতি বৃষ্টির কারণে রাস্তার বেশি ক্ষতি হয়েছে। এ রাস্তাগুলোর সংস্কার করানোর জন্য ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হয়ে আসলে সড়কের সংস্কার কাজ শুরু হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়