প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভাগ্যক্রমে বেঁচে গেলো তিন যাত্রীর প্রাণ
বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে মুন্সিরহাট বাজারে সিএনজি বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে গেছে অটোরিকশা। মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল ২৪ সেপ্টেম্বর দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। মতলব থেকে ছেড়ে আসা চাঁদপুর থ ১১ ৫২১৬ সিএনজি অটোরিকশাটি মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের কাছে আসলে যাত্রীরা ড্রাইভারকে জানান, গাড়িতে কিসের যেন পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। মুহূর্তের মধ্যে ড্রাইভার সিএনজি অটোরিকশাটি স্লো করে পেছনের দিকে তাকিয়ে দেখেন, পেছনের সিটে আগুন জ্বলছে। এমতাবস্থায় তিন যাত্রী গাড়ি থেকে দ্রুত নেমে যান। পরে কয়েক সেকেন্ড ব্যবধানে ড্রাইভার গাড়ি থেকে নামামাত্রই বিকট শব্দে সিএনজিটি বিস্ফোরিত হয়ে পুরো অটোরিকশায় আগুন লেগে যায় এবং পুড়ে ছাই হয়ে যায় । মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিকট শব্দ শুনে এবং গাড়িটি পুড়তে দেখে আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা গেছে। প্রায় আধাঘন্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল।