শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাশেদা আক্তারের যোগদান
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাশেদা আক্তার যোগদান করেছেন। বুধবার চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ে তিনি যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ৩০তম বিসিএসের এই কর্মকর্তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি সিলেট এমসি কলেজ থেকে রসায়নবিদ্যায় মাস্টার্স সম্পন্ন করেন। তিনি দেশের বিভিন্ন জেলা-উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসিল্যান্ড হিসেবে কাজ করেন। তাঁর স্বামী সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি ২ মেয়ে ও ১ ছেলের জননী। গতকাল তাঁকে স্বাগত জানান ও বরণ করে নেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার জানান, চাঁদপুরে এই প্রথম আসা। সকলের সহযোগিতায় আমি সুনামের সাথে কাজ করতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়