বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শাহরাস্তি ব্যুরো॥
রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মোঃ শাহাদাত হোসেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহাদাত হোসেন অভিযোগে উল্লেখ করেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুর রাজ্জাক ২০২২-২০২৩ অর্থ বছরের ১% বরাদ্দ হতে গ্রাম খিলা মেহের আলী মুন্সী বাড়ি হতে রুহুল আমিন ডাক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রকল্প দেখিয়ে দশ লক্ষ টাকা বরাদ্দ দেন। অতঃপর উক্ত প্রকল্পের প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে তড়িঘড়ি করে প্রকল্পের কাজ শেষ করেন। কাজের গুণগতমান মোটেও সন্তোষজনক নয় এবং উক্ত প্রকল্প হতে চেয়ারম্যান আঃ রাজ্জাক প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে এলাকার অধিকাংশ লোকই অবগত আছেন। এছাড়া উক্ত চেয়ারম্যান আরো বহু প্রকল্পে অনুরূপভাবে কোটি টাকার উপরে আত্মসাৎ করেন। যা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি করছি।

উল্লেখ্য, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আরও কয়েকটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা এ সকল অভিযোগের তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়