প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
একাই ১৪ রোগের বিশেষজ্ঞ ইফতেখার উল আলম!
একজন এমবিবিএস চিকিৎসক, নাম তার ইফতেখার উল আলম। ভিজিটিং কার্ড, ব্যানার-ফেস্টুনে ব্যবহার করছেন জটিল ও কঠিন ১৪টি রোগের বিশেষজ্ঞ ডিগ্রি। ভিজিটিং কার্ডে এসব বিশেষজ্ঞ ডিগ্রি দেখে গ্রামাঞ্চল থেকে আসা সাধারণ রোগীরা আকৃষ্ট হয়। কিন্তু সচেতন মহলের কাছে বিষয়টি ভাবনার। ওই চিকিৎসকের দাবি তার সকল কাগজপত্র রয়েছে।
|আরো খবর
অনুসন্ধানে জানা যায়, চাঁদপুরে দীর্ঘ সময় ধরে একাধিক প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছেন ডাঃ মোঃ ইফতেখার উল আলম। তার ভিজিটিং কার্ডে মার্ক করে লেখা রয়েছে মেডিসিন, বক্ষব্যাধি, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, কামজ্বর, কিডনী, গ্যাস্ট্রোলিভার, পরিপাকতন্ত্র, ব্রেন, প্যারালাসিস, ডায়াবেটিস, বাতব্যথা, চর্ম-যৌন ও হৃদরোগ বিশেষজ্ঞ। এই ১৪টি ডিগ্রি আদৌ ঠিক, নাকি প্রতারণা তা জানতে চাঁদপুর সিভিল সার্জন ও চাঁদপুর সরকারি জেনারেল হাসপালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহর শরণাপন্ন হন একজন ভুক্তভোগী। এ সময় ১৪টি জটিল রোগের বিশেষজ্ঞ ডিগ্রির কথা শুনে চমকে যান খোদ জেলার স্বাস্থ্যবিভাগের শীর্ষ এই কর্মকর্তা।
এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ জানান, এই নামে চাঁদপুরের কোনো চিকিৎসককে তিনি চিনেন না। একজন চিকিৎসক এত রোগের বিশেষজ্ঞ ডিগ্রিধারী হওয়াটা খুবই কঠিন বিষয়। এত ডিগ্রির বৈধ কাগজপত্র না থাকলে তিনি এগুলো ব্যবহার করতে পারেন না। তবে সত্যিই যদি তার এত ডিগ্রি থেকে থাকে তবে ভিন্ন কথা।
এ বিষয়ে ডাঃ মোঃ ইফতেখার উল আলম বলেন, ভিজিটিং কার্ডে উল্লেখিত ১৪টি বিষয়েই তার উচ্চতর ডিগ্রি রয়েছে। যার সকল সার্টিফিকেট বা কাগজপত্র সিভিল সার্জন কার্যালয়ে জমা দিয়েছেন তিনি। অথচ ওই চিকিৎসক তার কোনো কাগজপত্র সেখানে জমা দেননি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
বিষয়টি তদন্ত করে তার ১৪টি ডিগ্রি সঠিক কি-না তা খতিয়ে দেখা হবে। প্রতারণার প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, জেলা কিংবা মফস্বল শহরগুলোতে অনেক চিকিৎসকই প্রেসক্রিপশন ও ভিজিটিং কার্ডে বিচিত্র সব ডিগ্রি লিখে থাকেন। যার মধ্যে পিজিটি, বিএইচএস, এফআরসিপি, এফআরএইচএস, এফআইসিএ, এফআইসিএস, এফএএমএস, এফআইএজিপি’র মতো বিভিন্ন ডিগ্রি ও ট্রেনিং কোর্সও রয়েছে। এসব ডিগ্রি ও কোর্সকে প্রতারণামূলক উল্লেখ করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) বেশ কিছু নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, এসব ডিগ্রি বিএমডিসি স্বীকৃত নয়।
উল্লেখ্য, চাঁদপুরে ভুয়া ডিগ্রি কিংবা ভুয়া ডাক্তার শনাক্তকরণে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেয়ার নজির নেই বললেই চলে। ফলে কে আসল বা কে নকল সেটি জানার কোনো সুযোগ না থাকায় সাধারণ রোগীরা প্রতারিত হয়ে আসছে। পাশাপাশি এমন চিকিৎসকদের কারণে চাঁদপুরের অনেক স্বনামধন্য চিকিৎসকের অর্জনগুলো ম্লান হচ্ছে।