শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

সাধারণ শ্রমিকদের দাবি মেনে নেয়ায় বাস চলাচল শুরু
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

সড়ক দুর্ঘটনায় বাস চালকের মৃত্যুকে কেন্দ্র করে চাঁদপুরে বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকদের ঐক্যবদ্ধ নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে আন্দোলনকারী শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠক হয়। এ বৈঠকে সাধারণ শ্রমিকের দাবি মেনে নেয়ার ঘোষণায় শ্রমিকরা বাস ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল শুরু করে। গতকাল ৬ সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সংগঠনের আহ্বায়ক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদস্য সচিব শোয়েব আহমেদ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজিসহ বেশ কজন সাধারণ শ্রমিক উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দীর্ঘ সময় ধরে চলা সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সাধারণ শ্রমিকদের মূল দাবির বিষয় জানতে চান। তখন এক কথায় উপস্থিত শ্রমিকরা বলেন, আমরা যাদের নেতা বানিয়েছি তাদেরকে আমাদের দুঃসময়ে কাছে পাই না। পাশাপাশি আমাদের নামে উত্তোলনকৃত টাকা কোথায় কী কাজে খরচ হয় এবং কত টাকা আয় হয়েছে, কত টাকা খরচ হয়েছে তা আমরা জানি না। একইভাবে বাস চালকের মৃত্যু ঘটনাও শুনেন জেলা প্রশাসক।

এরপর দীর্ঘ সময় আলোচনা শেষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশসহ উপস্থিত সকলে শ্রমিকদের দাবির সাথে একমত পোষণ করেন।

পরে শ্রমিকদের দাবি অনুযায়ী শ্রমিক ইউনিয়নের আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত শ্রমিক ইউনিয়নের নামে বা শ্রমিকদের নামে রসিদের মাধ্যমে যে চাঁদা আদায় করা হবে, সে টাকা শ্রমিকদের ১ জন প্রতিনিধি, পৌর মেয়রের পক্ষে একজন প্রতিনিধি ও মালিক সমিতির পক্ষ থেকে একজন প্রতিনিধির যৌথ একাউন্টে এ টাকা জমা থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়