প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০০:০০
কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ নিশ্চিত করে আত্ম কর্মসংস্থান বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ৩১ জুলাই বুধবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ র্যালিশেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহবুব আলম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহসান মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজালাল প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার প্রমুখ। আলোচনা শেষে মাঈন উদ্দিন ও শাহ জালাল মেম্বারকে উপজেলার শ্রেষ্ঠ মৎসচাষী হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।