প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডের বাবুরহাট-মতলব রোড থেকে নবম শ্রেণীর ছাত্রী অপহৃত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। অপহৃত ছাত্রী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তার বাড়ি আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে। অপহৃত ছাত্রী বৃহস্পতিবার বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়।
এ বিষয়ে ওই ছাত্রীর স্বজন অভিযোগ করে বলেন, রালদিয়া গ্রামের মাদক ব্যবসায়ী মনির ভূঁইয়ার বখাটে ও মাদক সেবনকারী ছেলে সোহেল ভূঁইয়া মেহেদী তাদের মেয়েকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে। এ সময় তার চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা দ্রুত তাকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে পালিয়ে যায়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় ৪ জনকে আসামী করে অপহৃত ছাত্রীর মা অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।