প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর বুধবার বিকেলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজীর বাড়ি প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়ার সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিঃ মমিনুল হক। তিনি বলেন, কিছু মন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তি করছেন, যা করা সমীচীন নয়। আজ দেশের মাঝে কাউকেই কথা বলতে দেয়া হয় না। তা দেখে মনে হয়, স্বাধীনতা একমাত্র আওয়ামী লীগের জন্যে।
সরকারের উদ্দেশ্যে ইঞ্জিঃ মমিনুল হক বলেন, ২০২৩ সাল বেশি দূরে নয়, ক্ষমতা ছেড়ে দিতে হবে। বিএনপি জনগণের সঙ্গে আছে এবং থাকবে। ১৩ বছর বহু মামলা-হামলার মধ্যে রয়েছি। সুসময়ে কাউকে সুবিধা দেয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলী, বিএনপি নেতা জিয়াউদ্দিন বাদল, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডঃ শাহেদুল হক মজুমদার সোহেল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন প্রমুখ।
আলোচনা সভা শেষে সদ্যপ্রয়াত উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এছাড়া করোনা মোকাবেলায় দলের পক্ষ থেকে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ইঞ্জিঃ মমিনুল হক। সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।