প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মেহেদি ও রাব্বী ২ ভাই ৪ বছর আগে একত্রে পৃথিবীতে আসে। তাদের মধ্যে রাব্বী মঙ্গলবার পানিতে ডুবে পৃথিবী ছাড়লো। হৃদয় বিদারক ঘটনাটি হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামের মুন্সী বাড়ির। রাব্বী ওই বাড়ির মেহেদী হাসানের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রাব্বী খেলার সময় পরিবারের অগোচরে বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায় তাকে পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটিকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগের দিন সোমবার দুপুরে একই গ্রামের হারুনের ছেলে হাবিব (২) নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।