প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখাঁর বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ আগস্ট রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সকলের উপস্থিতিতে সুকৌশলে এমন চুরির ঘটনায় আতঙ্কে চাঁদখাঁর বাজারের ব্যবসায়ীরা।
জানা যায়, চাঁদখাঁর বাজারের মধ্য বাজারে অবস্থিত গাজী প্লেস এন্ড লাইব্রেরীর রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে সন্ধ্যায় চোরের দল কৌশলে প্রবেশ করে নগদ ২ লাখ ২৫ হাজার টাকা নিয়ে চলে যায়। এ বিষয়ে দোকানের স্বত্বাধিকারী মোঃ মাসুদ গাজী জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজের আজান দিলে দোকানের সাটার নামিয়ে নামাজ পড়তে মসজিদে যাই। নামাজ আদায় করে দোকানে এসে শাটার খুলে দোকানে প্রবেশ করে দেখি, দোকানের জিনিসপত্র এলোমেলোভাবে আছে এবং ক্যাশে থাকা ২ লাখ ২৫ হাজার টাকা নেই। বাজারের ব্যবসায়ীরা জানায়, এ ধরনের চুরির ঘটনা চাঁদখাঁর বাজারে প্রায়ই ঘটছে।